ডিলারশিপ ব‍্যবসা কী? এটি কিভাবে করতে হয় - Business Ideas

Latest

New Business Ideas, Business Plans, Online Business Ideas, Smart Business Ideas.

BANNER 728X90

রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

ডিলারশিপ ব‍্যবসা কী? এটি কিভাবে করতে হয়

 

ডিলারশিপ ব‍্যবসা শুরু করতে চান?জেনে নিন কিভাবে  করবেন।

▫বিজনেস আইডিয়া:কম পুঁজি থাকলে ডিলারশিপের ব‍্যবসা শুরু  করা  নিরাপদ ও লাভ জনক। আজ আমরা আলোচনা করব ডিলারশিপের ব‍্যবসা কী, ডিলারশিপ নিতে চাইলে কী কী করা প্রয়োজন. ডিলারশিপ ব‍্যবসার নিয়ম। এবং 3টি ডিলারশিপ ব‍্যবসা নিয়ে আলোচনা কব।

ডিলারশিপ ব‍্যবসা কী? 

কোনও কোম্পানির ডিলারশিপ নেওয়ার অর্থ হল একটি  এলাকায় সেই কোম্পানির পণ্য বণ্টনের য়াবতীয় দায়িত্ব নেওয়া। যেমন ধরুন মেগি কোম্পানি আপনার এলাকায় ডিলার নিয়োগ করবে। আপনি যদি সেই ডিলারশিপ নিতে চান তাহলে চুক্তি অনুযায়ী আপনাকে সেই এলাকায় মেগি-এর যাবতীয় দায়িত্ব নিতে হবে।পণ‍্য বণ্টন থেকে উপভোক্তাকে সুযোগ সুবিধা দেওয়া পুরোটাই  দেওয়া হবে আপনার মাধ্যমে।

ডিলারশিপ ব‍্যবসার নিয়ম

ডিলারশিপ ব‍্যবসা করতে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে একটি চুক্তি বদ্ধ হতে হবে।এই চুক্তি পএে ব‍্যবসার য়াবতীয় শর্ত বিস্তারিতভাবে  লেখা থাকবে।

প্রতিটি ডিলারশিপ ব‍্যবসার কিছু চাহিদা থাকে যা কোম্পানি থেকে নিদিষ্ট করে দেওয়া হয়।এরমধ‍্যে মাকের্টিং টিম,কভার ভ‍্যান,মাল রাখার  গুদাম ইত্যাদি নানা কিছু থাকতেপারে।প্রথমে কোম্পানির প্রতিনিধিরা দেখবেন আপনার ব‍্যবসার জন্য  প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে কি না।সব কিছু দেখে কোম্পানি চুক্তি পএ সই করবে।কোনও কোনও কোম্পানি ব‍্যাঙ্ক গ‍্যারান্টিও চাইতে পারে।

এরপর চুক্তি মোতাবেক কোম্পানি আপনাকে বাকি মাল পাটাতে পারে।অথবা আপনাকে নগদ দিয়ে কিনতেও হেত পারে। বেশিরভাগ ক্ষেএেই কোম্পানিরা বিক্রির ওপর কমিশন দিয়ে থাকে। কোম্পানি সঙ্গে চুক্তির সময় শর্তগুলি ভালো করে বুজেনিতে হবে।য়াতে পরবর্তীকালে কোন সমস্যা না হয়।

কিভাবে  ডিলারশিপ নিতে হয়?

ডিলারশিপ ব‍্যবসা শুরু করতে হলে প্রথমেই নিদিষ্ট কোম্পানি ও পণ‍্য টিক করতে হবে।আপনি যে এলাকায় কাজ করবেন সেই এলাকায় সেই পণ্যের চাহিদা রয়েছে কি না,ক্রেতারা সেই পণ্য কিনতে আগ্রহি হবে কি না।সেই কোম্পানি যে দামে জিনিস বিক্রি করছে তা আপনার এলাকার জন্য উপযুক্ত কি না তা মাথায় রাখতে হবে।

3টি  লাভ জনক ডিলারশিপ ব‍্যবসার আইডিয়া

1.কৃষিকাজে প্রয়োজনীয়তা সার, কীটনাশক ইত্যাদির ডিলারশিপ



সার,কীটনাশক ইত্যাদির ডিলারশিপ একটি লাভজনক ব‍্যবসা হতে পারে। আপনার এলাকায় যদি এই সমস্ত পণ‍্যের চাহিদা থাকে তাহলে এই ব‍্যবসার কথা ভেবে দেখতে পারেন।অবশ‍্যই শহরাঞ্চলে এই ব‍্যবসার কোনও ভবিষ্যৎ নেই কিন্তু গ্রাম বা শহরতিলর দিকে এই ব‍্যবসা থেকে উপার্জন সম্ভব।

2.কৃষির যন্ত্রাদির ডিলারশিপ

কৃষিকাজে যে সমস্ত যন্ত্রপাতি ব‍্যবহ্ত হয়  সেগুলি বিক্রি করলেও ভাল লাভ করতে পারবেন।ভারতে কৃষির যন্ত্রাদির প্রচুর চাহিদা রয়েছে।ছোট হাতে চালানো যন্ত্রের চাহিদাও বেশি।এই ব‍্যবসা শুরু করতে বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন।

3.গাড়ির যন্ত্রাংশের ডিলারশিপ

গাড়ির ব‍্যবহার ক্রমেই বাড়ছে আর তার ফলে গাড়ির মেরামতের বিভিন্ন যন্ত্রাংশের চাহিদাও বাড়ছে।এছাড়াও গাড়ি ডেকরেশনের নানা উপাদানেরও ভাল চাহিদা রয়েছে।এই ব‍্যবসা একটি  লাভজনক ডিলারশিপ বিজনেস আইডিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন