ইলেকট্রিক বাল্বতৈরি ব‍্যবসা - Business Ideas

Latest

New Business Ideas, Business Plans, Online Business Ideas, Smart Business Ideas.

BANNER 728X90

বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

ইলেকট্রিক বাল্বতৈরি ব‍্যবসা

ইলেকট্রিক বাল্বতৈরি ব‍্যবসা< সম্ভ্রাব‍্য পুজি: এই ব‍্যবসাটি করার জন‍্য সম্ভ্রাব‍্য পুজি 20,000-30,000 টাকা হলেও চলবে। প্রস্ত‍্যত প্রনালি: একটি মেশিন নির্ভর প্রতিস্টান এটি। প্রথমে কাচের বাল্বের কাঠামো টাংস্টেন ফিলামেন্ঠ বসিয়ে তাতে বায়ু শূন্য অবস্থায় আর্গন ও নিয়ন গ‍্যাস ভরে বাল্বের নিচের অংশে স্ত্রুু য়ুক্ত ক‍্যাপ আটকে দিতে হবে। এর পর প‍্যাকেজিং মেশিনের মাধ্যমে প‍্যাকেট করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়।
বাজার জাত করন: বিদ‍্যু সংয়োগ আছে এমন বাড়ি বা প্রতিষ্ঠানের মানুষই এর ভোক্তা। বিভিন্ন লাইটের দোকান, এস্টোনারি কিংবা মুদিদোকানে এ র্পন‍‍্য সরবরাহ করা য়ায়। এছাড়া অনলাইনে য়েমন-কুরিয়ারের মাধ্যমে, অ‍্যামাজন, ফ্লিপকাটে এটি বেচা য়ায়। য়োগ‍্যতা: <শিক্ষা র্গত য়োগ‍্যতা না থাকলেও চলবে কিন্তু পারদশি শ্রমিক লাগবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন