নতুন ব্যবসা করতে চান - Business Ideas

Latest

New Business Ideas, Business Plans, Online Business Ideas, Smart Business Ideas.

BANNER 728X90

রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

নতুন ব্যবসা করতে চান

 

নতুন ব্যবসা করতে চান?



নতুন নতুন ব্যবসা করার আইডিয়া চাচ্ছেন? কিংবা মাথায় আসলেও বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন এর জন্য আপনার দরকার জ্ঞান আহরণ ও এই ব্যাপারে বিশদ কিছু জানা।

অভিজ্ঞ কাউকে খোঁজ করেও খবরাখবর নিতে পারেন। ঘরে বসে না থেকে বেড়িয়ে পরুন।

কথা বলে দেখুন আপনার আশে পাশের মানুষের সাথে। তাদের কাছ থেকে শুনে কথা বলে বের হয়ে যাবে নতুন অনেক আইডিয়া।

এলাকা ভিত্তিতে একেক যায়গায় ব্যবসা করতে যেয়ে টাকার পরিমাণও একেক ধরণের হয়। তাই বাজেট তৈরি করতে বেশ কিছু অভিজ্ঞ মানুষের পরামর্শ নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।

নিজেকে জানুন সবার আগে

কোন ব্যবসা শুরু করার আগে বেশ কিছু প্রশ্ন আপনি নিজেকেই করতে পারেন। আপনি নিজে কি কাজ করতে পছন্দ করেন? আপনি কোন কাজটি সবচেয়ে ভাল পারেন?

ব্যবসা সংক্রান্ত টিপস দিতে উদ্যোক্তাদের নিজেদেরকেই এই দুটো প্রশ্ন করতে বলেছেন বিজনেস এনালাইসিস নিয়ে কাজ করা লাইট ক্যাসেল পার্টনারসের সিইও বিজন ইসলাম।

সিটি ব্যাংকের ভাল সম্মানীর চাকরি ছেড়ে বিজনেস এনালাইসিসকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি।

তার মতে, নতুন উদ্যোক্তাদের এই দুটি প্রশ্নের উত্তর বের করে সেই অনুযায়ী কাজ করে যাওয়াই ভাল।

তাই তিনিও মনে করেন নিজের মন থেকে খুশী হয়ে যেই কাজ করা হয় সেটাতেই সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী।

সমস্যা সমাধানমূলক ব্যবসা শুরু



বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে ব্যবসা করতে হলে অনেক গুলো বিষয় রাখতে হয়।

যে কোন সময় যে কোন বিষয় সমস্যা হিসেবে আসতে পারে। বর্তমানে ট্রাফিক জ্যাম এদেশের বড় একটি সমস্যা।

তাই এই সমস্যাটি মাথায় রেখে নতুন কোন ব্যবসা দাঁর করানোর চিন্তা করতে পারেন।

শুধু বড় সমস্যার দিকে তাকালেই হবে না, ছোটখাটো সমস্যার সমাধানও অনেক উপকারে আসতে পারে যে কোন মানুষের জন্য।

ছোট খাট বিষয়ের মধ্যে হতে পারে কম দামে আইসক্রিম, সাইকেল পার্টসের দোকান বা এলাকার কাজে আসতে পারে এমন কোন ছোট কাজও উপকারে আসতে পারে অনেকের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন