প্রয়োজনিয় সামগ্রিক : বাঁশের আসবাবপত্র তৈরি করতে প্রয়োজন। বাঁশ, করাত, বেত, বার্নিশ, আঠা ও দক্ষ কর্মচারী।
বাঁশের তৈরি আস্বাপ তৈরি করতে
শুরুতেই বাঁশ কেটে নিতে হবে। এরপর পণ্যের ধরন অনুযায়ী কেটে নিয়ে তৈরি করতে হবে বাঁশের তৈরি খাট, সোফা, চেয়ার, মোড়া, বুকশেলফ, রকিং চেয়ার ইত্যাদি।
প্রচলিত বিভিন্ন ডিজাইনের পাশাপাশি নিজস্ব ডিজাইনের আসবাব বানিয়ে দোকান সাজাতে হবে।
বাজারজাতকরণ:
কাঠের তুলনায় বাঁশের আসবাবের দাম তুলনামূলক কম হওয়ায় মানুষই এখন বাঁশের পণ্য ব্যাবহার বেশি।
বাড়ি ছাড়াও অফিস, রেস্তোরাঁ সাজাতে এই আসবাবের ব্যাপক চাহিদা রয়েছে।
লাভ: মাসে ১৫ হাজার থেকে ৪০ হাজার লাভ করা সম্ভব।
মুলধন: ৫০০০০ থেকে ৮০০০০।
যোগ্যতা:
বাঁশের পণ্য তৈরি য়ারা করে তাদের কাছে প্রশিক্ষণ নিতে হবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন