কাপড়ের তৈরি পুতুল এর ব‍্যবসা কিভাবে করবেন - Business Ideas

Latest

New Business Ideas, Business Plans, Online Business Ideas, Smart Business Ideas.

BANNER 728X90

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

কাপড়ের তৈরি পুতুল এর ব‍্যবসা কিভাবে করবেন

          কাপড়ের পুতুল  তৈরি 

      


সম্ভব পুঁজি :

কাপড়ের  পুতুল  তৈরি করতে সম্ভবত 15,000 -25,000 টাকা পোওয়ন হবে।


যা প্রয়োজন: 


রঙিন কাপড়, তুলা, উল, প্লাস্টিক, রাবার, আঠা, সুতা, কাপড়ের রং, কৃত্রিম চুল, সুচ, কাঁচি, হাতুড়ি, তার, ব্যাটারি। 


প্রস্তুত প্রণালি: 

পুতুল এবং তার ধরন অনুযায়ী কাপড় কেটে ভেতরে তুলা দিয়ে এর আকার তৈরি করা হয়। 


এরপর সুতা, উল দিয়ে এর বাহ্যিক দিক সাজানো হয়। 


প্লাষ্টিকের চোখ, চুল, হাত, মুখ তৈরি করে নিয়ে মূলত নকশাটাকে জীবন্ত করে তোলা হয়। 


বাজারজাতকরণ: 


উৎসব ছাড়াও বাচ্চাদের মন ভোলাতে অভিভাবকদের কাছে পুতুলের বিকল্প এখনো কিছু তেমন জানা নেই। 


বর্তমান সময়ে এসে তো শুধু বাচ্চা নয়, বড়রাও পুতুলকে সঙ্গী করে নিচ্ছে। 


সুন্দর তুলতুলে নরম একটা বড় পুতুল এখন ছোট-বড় সবারই প্রিয় বস্তু। 


বড় বড় শপিং মল ছাড়াও কিডস কর্নার বা কিডস-শপগুলোতে পুতুলের চাহিদা রয়েছে। 


সম্ভব লাভ :

একটি কাপড়ের পুতুল তৈরি করতে 15টাকা থেকে 200টাকা পযর্ন্ত খরচ। কিন্তু বাজারে এর বিক্রি 50 থেকে 500টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন