নারীদের ঘরে বসে রোজগার করার কিছু সহজ উপায় - Business Ideas

Latest

New Business Ideas, Business Plans, Online Business Ideas, Smart Business Ideas.

BANNER 728X90

বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

নারীদের ঘরে বসে রোজগার করার কিছু সহজ উপায়

           

নারীদের   ঘরে বসে রোজগার করার কিছু সহজ উপায়




নারীদের সংসারের চাপে বাইরে গিয়ে চাকরি করা সম্ভব না। তাই বলে কি রোজগার করা যাবে না। এখন ইন্টারনেটের যুগে কি না সম্ভব বলুন। দেখে নিন উপায়:

১। রান্না: আপনি যদি ভাল রাধুনি হন তবে ‘ফুড হোম ডেলিভারি’ এর ব্যাবসা করতে পারেন। বিভিন্ন অফিসের দুপুরের খাবার রান্নার কাজ নিতে পারেন, বিভিন্ন ছোট  অনুষ্ঠানের রান্নার দায়িত্ব নিতে পারেন। তাছাড়া পিঠা, চানাচুর, লাড্ডু জাতীয় খাবার বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন।

২। সেলাই: আপনি নিজে ভাল সেলাই পারলে কোন পুঁজি ছাড়াই বাসাতে একটা অনলাইন বুটিক খুলতে পারেন। সেক্ষেত্রে অনলাইনে যে অর্ডার পাবেন সেটা বাসায় বসে করবে। তারপর কাস্টমারকে ডেলিভারি করবেন। নিজে কাজ না পারলে সামান্য কিছু পুঁজি দিয়েও কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে বাসাতে আলাদা একটা রুম নিয়ে সেখানে কাজ করবেন।

দুজন গরিব মেয়ে রাখবেন যারা সেলাই কাজে দক্ষ, কিন্তু কাজ পায় না। যা অর্ডার পাবেন তাদের দিয়ে সে কাজ করাবেন,তারপর টাকা ভাগ করে নেবেন। নিজে কাজ করতে পারলে যা রোজগার হবে তার সবটা লাভ। তাছাড়া সেলাই মেশিনের ভাল কাজ জানলে বাচ্চাদের ও মেয়েদের জামার অর্ডার নিতে পারেন।

৩। হাতের কাজ: অনেকে আছে খুব সুন্দর ফুল,শো-পিস,পাপস,কুশন,ফুলদানি,কার্ড,ওয়ালমেট এসব তৈরি করতে পারে। এমন কোন গুন থাকলে সেগুলো তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন। এক্ষেত্রে আপনি প্রায় অর্ধেক লাভ করতে পারবেন।

এছাড়াও এখন নারীদের জন্য অনেক অনলাইন ব্যাবসার ব্যবস্থা রয়েছে। কম পুঁজিতে, কম কষ্টে যে কেউ চাইলেই ব্যাবসা করতে পারেন। স্বাবলম্বী হতে পারেন ঘরে বসেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন